মহাশূন্যের নিস্তব্ধতায় ভাসমান এক কণার ভেতর হয়তো ঘুমিয়ে ছিল জীবনের প্রথম নিশ্বাস। কোটি কোটি বছর আগে, যখন পৃথিবী ছিল নিঃসঙ্গ ও নির্জীব, তখন কোথাও দূর মহাবিশ্বে তৈরি হচ্ছিল জীবনের রসায়ন। সেখান থেকেই হয়তো একদিন ছুটে আসে এক টুকরো উল্কাপিণ্ড—যার বুকে লেখা ছিল আমাদের জন্মের গল্প জীবনের সূত্র।
গবেষকরা পেয়েছেন অবিশ্বাস্য প্রমাণ—জীবনের মৌলিক অক্ষরগুলো, অর্থাৎ ডিএনএ ও আরএনএর পাঁচটি নিউক্লিওবেস, পাওয়া গেছে উল্কাপিণ্ডের ভেতর। adenine, guanine, cytosine, thymine, আর uracil—যেগুলো জীবনের ভিত্তি, তারা নাকি এসেছিল মহাকাশ থেকে!
Murchison, Murray ও Tagish Lake নামের উল্কাগুলোর ভেতরে এই যৌগগুলো ধরা পড়েছে অতিসংবেদনশীল যন্ত্রে, এমনকি প্রতি ট্রিলিয়নের মধ্যেও। যা প্রমাণ করে, জীবনের রাসায়নিক সূত্র পৃথিবীতে নয়, তৈরি হয়েছিল তারার ধুলোয়।
তাহলে কি আমরা আসলে মহাবিশ্বের সন্তান?
যে তারা একদিন নিভে গিয়েছিল, তারাই হয়তো জীবনের আলো পাঠিয়ে দিয়েছিল এই নীল গ্রহে।
মহাজাগতিক ধুলোর প্রতিটি কণাই যেন ফিসফিস করে বলে—
“তুমি আমারই অংশ, আমি তোমার ভেতর এখনো জ্বলছি।”
Photo Credit: NASA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *