মহাজাগতিক ধুলোর মধ্যেই কি লুকিয়েছিলো জীবনের সূত্র?

মহাশূন্যের নিস্তব্ধতায় ভাসমান এক কণার ভেতর হয়তো ঘুমিয়ে ছিল জীবনের প্রথম নিশ্বাস। কোটি কোটি বছর আগে, যখন পৃথিবী ছিল নিঃসঙ্গ ও নির্জীব, তখন কোথাও দূর মহাবিশ্বে তৈরি হচ্ছিল জীবনের রসায়ন। সেখান থেকেই হয়তো একদিন ছুটে আসে এক টুকরো উল্কাপিণ্ড—যার বুকে লেখা ছিল আমাদের জন্মের গল্প জীবনের সূত্র। গবেষকরা পেয়েছেন অবিশ্বাস্য প্রমাণ—জীবনের মৌলিক অক্ষরগুলো, অর্থাৎ ডিএনএ […]