ব্লাকহোল স্টার

জ্যোতির্বিজ্ঞানীদের বিস্ময়কর আবিষ্কার! প্রথমবারের মতো বিজ্ঞানীরা বিশাল তারার ভেতরে লুকানো ব্ল্যাক হোল (Black Hole) খুঁজে পেয়েছেন — যা মহাবিশ্বের রহস্য উন্মোচনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। গবেষকদের মতে, কিছু বিশাল তারা (Giant Star) আসলে ব্ল্যাক হোলকে ঘিরে গঠিত হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে তারাটি এত বড় হয় যে, সেটি নিজের ভেতরেই ব্ল্যাক হোলকে ঢেকে ফেলে। […]