২০০৭ সালে আলাস্কার শিকারিরা একটি তিমির সন্ধান পান, যার শরীরে সেই ১৮৮৫–১৮৯৫ সালের মধ্যে তৈরি হারপুনের টুকরো গেথে ছিল।
অর্থাৎ তিমিটি শত বছরেরও বেশি আগে শিকারিদের আক্রমণ থেকে বেঁচে যায়। শরীরে সেই হারপুন নিয়েই এক শতাব্দীরও বেশি সময় বেঁচে ছিল সে। বিজ্ঞানীরা আগে থেকেই ধারণা করতেন, বোহেড তিমি (bowhead whale) পৃথিবীর দীর্ঘায়ু লাভকারী স্তন্যপায়ীদের মধ্যে অন্যতম। এই তিমিই যেন সেই ধারণার স্বপক্ষে উজ্জ্বল প্রমাণ।
আর্কটিক অঞ্চলের এই তিমিরা প্রায় ৬০ ফুট লম্বা এবং ১০০ টনেরও বেশি ওজনের হতে পারে। গবেষণায় দেখা গেছে, তারা ২০০ বছরেরও বেশি সময় বাঁচতে পারে, যা প্রমাণিত হয়েছে ঐতিহাসিক তথ্য এবং চোখের লেন্সের প্রোটিনের আণবিক বিশ্লেষণের মাধ্যমে।
কখনো প্রজাতিটি প্রায় বিলুপ্তির মুখে পড়লেও সুরক্ষামূলক আইন এবং আদিবাসী সম্প্রদায়ের তত্ত্বাবধানে এখন তাদের সংখ্যা আবারও বেড়েছে।
In 2007, hunters in Alaska found a whale with a piece of a harpoon made between 1885 and 1895 embedded in its body.
That is, the whale survived an attack by hunters more than a hundred years ago. It lived for more than a century with that harpoon in its body. Scientists had long believed that the bowhead whale was one of the longest-lived mammals on earth. This whale is a shining example of that idea.
These whales in the Arctic region can be about 60 feet long and weigh more than 100 tons. Studies have shown that they can live for more than 200 years, as proven through historical data and molecular analysis of proteins in the lens of the eye.
Although the species was once on the verge of extinction, its numbers have now increased again thanks to protective laws and the supervision of indigenous communities.