এটি হলো ফুকাং উল্কাপিণ্ড (Fukang meteorite), যা ২০০০ সালে চীনের ফুকাং অঞ্চলে আবিষ্কৃত হয়েছিল। এটির আনুমানিক বয়স প্রায় ৪৫০ কোটি বছর, যা আমাদের সৌরজগতের সমবয়সী। এই উল্কাপিণ্ডগুলো সৃষ্টি হয়েছিল পৃথিবী তৈরির সময়, তাই এদের “মহাকাশের টাইম-ক্যাপসুল” বলা হয়।
এটি কোনো সাধারণ পাথর নয়, যেটি আমাদের সৌরজগতের শুরুর দিককার গল্প ফেরি করে চলেছে।
শত কোটি বছর ধরে মহাকাশে ঘুরতে ঘুরতে অবশেষে এটি এসে পড়ে আমাদের এই পৃথিবীতে।
ফুকাং উল্কাপিণ্ডের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল। উল্কাপিণ্ডের ভেতরের উজ্জ্বল সোনালি রঙের অংশগুলো হলো অলিভিন ক্রিস্টাল বা পেরিডট রত্ন। উল্কাপিণ্ডের এই বিরল এবং সুন্দর প্রকারটিকে প্যালাসাইট (Pallasite) বলা হয়। যাকে আমরা পেরিডট রত্ন নামেও জানি।
এই রত্নগুলো যেন আগুনে পোড়া কাচের মতো; চকমকে, উজ্জ্বল, একদম অতিপ্রাকৃতিক।
এই উল্কাপিণ্ডকে ঘিরে বিজ্ঞানীরা আজ অনুসন্ধান করছেন- পৃথিবী, গ্রহ, এবং মহাকাশের যাত্রা কীভাবে শুরু হয়েছিল সেসব জানতে। আর আমাদের মতো মানুষের কাছে এটি যেন মহাবিশ্বের অপার্থিব সৌন্দর্যে মোড়া এক টুকরো অলংকার।