মহাকাশ থেকে পৃথিবীতে সৌর শক্তি — মানব সভ্যতার নতুন অধ্যায়:—-

মানব ইতিহাসে আজ যোগ হয়েছে এক অনন্য মাইলফলক। প্রথমবারের মতো কোনো দেশ মহাকাশ থেকে সরাসরি পৃথিবীতে সৌর শক্তি পাঠাতে সফল হয়েছে। ১৮০ কিলোগ্রামের একটি বিশেষ স্যাটেলাইট সূর্যের আলো সংগ্রহ করে সেটিকে মাইক্রোওয়েভে রূপান্তর করে, প্রায় ১ কিলোওয়াট পরিচ্ছন্ন শক্তি পাঠিয়েছে পৃথিবীর একটি গ্রাউন্ড অ্যান্টেনায়। দূর মহাকাশ থেকে শক্তি আসার এই সফলতা যেন ভবিষ্যতের শক্তি বিপ্লবের দরজা খুলে দিয়েছে।

এই প্রযুক্তির মূল ধারণা হলো—মহাকাশে থাকা সোলার প্যানেল সূর্যের বিকিরণকে আরও বেশি দক্ষতার সঙ্গে সংগ্রহ করতে পারে, কারণ সেখানে মেঘ, বায়ুমণ্ডল বা রাত-দিনের সীমাবদ্ধতা নেই। সংগৃহীত সেই শক্তিকে মাইক্রোওয়েভে পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্যভেদী সংকেত আকারে পৃথিবীর অ্যান্টেনায় পাঠানো হয়। এরপর সেটিকে পুনরায় বিদ্যুতে রূপান্তর করা যায়।

এই গবেষণা প্রমাণ করেছে, পৃথিবীর যে কোনো স্থানে তারহীনভাবে সৌর শক্তি পাঠানো সম্ভব। ভবিষ্যতে এই প্রযুক্তি গ্রিড-বিহীন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ, দুর্যোগপীড়িত এলাকায় জরুরি শক্তি পৌঁছে দেওয়া এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ মহাকাশ থেকে পাঠানো সেই ১ কিলোওয়াট শক্তি হয়তো অনেক ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানব সভ্যতার জন্য এটি বিশাল এক অগ্রগতি। যেমন একসময় প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ বিশ্বকে বদলে দিয়েছিল, তেমনি মহাকাশ সৌর শক্তি একদিন আমাদের শক্তি ব্যবহারের ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে।আমরা দাঁড়িয়ে আছি ভবিষ্যতের দ্বারপ্রান্তে — যেখানে সীমাহীন সৌর শক্তি মহাকাশ থেকে বয়ে আসবে পৃথিবীর প্রতিটি কোণে।