চীনের ন্যাশনাল ডে ছুটির শেষে শাংহাই থেকে শি’আন পর্যন্ত মহাসড়কে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাফিক জ্যাম। আনহুই প্রদেশের উঝুয়াং টোল প্লাজায় প্রায় ৩৬টি লেনজুড়ে হাজার হাজার গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল। এবারের আটদিনের “গোল্ডেন উইক”-এ মোট যাতায়াতের সংখ্যা ছুঁয়েছে ১.২৪ বিলিয়ন ট্রিপ, যার মধ্যে ২৭৮ মিলিয়নের বেশি ছিল সড়কপথে। টোল ফ্রি নীতির কারণে শেষ দিনে লক্ষ লক্ষ মানুষ একযোগে রওনা দিলে মহাসড়ক পরিণত হয় এক বিশাল আলো ঝলমলে পার্কিং লটে। এতো ট্রাফিক জ্যামের মধ্যেও গাড়িগুলো কতটা ডিসিপ্লিন্ডভাবে দাঁড়িয়ে আছে, সেটাও দেখার মতো জিনিস!

