Description
নিছক ইন্দ্রজাল
ওমেনস্ টু বি সীন জ্যাক রিচি
দেখুন, ব্যাপারটা কিন্তু মোটেই ভাল হচ্ছে না। দস্তুরমতো ট্যাক্স দিয়েই আমি এ শহরে বাস করি। – বেশ কঠিন স্বরে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। -আপনারা আমার বাড়ি-ঘরদোর সব তছনছ করে দিচ্ছেন! আমার সাধের বাগানটা খুঁড়ে-খুঁড়ে একাকার করে দিয়েছেন! এই সব ব্যাপক খানা-তল্লাশির শেষে আমার যাবতীয় সম্পত্তি যেখানে যেমন ছিল ঠিক তেমনভাবে আবার আপনাদের সাজিয়ে রেখে যেতে হবে।
ডিটেকটিভ সার্জেন্ট লিটলার স্মিত হাসলেন। -এ-সব নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না, মিঃ ওয়ারেন। এর সব দায়-দায়িত্ব আমাদেরই। এখান থেকে কিছু পাওয়া যাক আর না-যাক, আমরাই আবার সমস্ত কিছু আগের মতো যথাস্থানে সাজিয়ে রেখে যাব।
‘কিছু পাওয়া যাক’ বলতে তিনি অবশ্য আমার স্ত্রীর মৃতদেহের কথাই বোঝাতে চাইছেন, যদিও এখনও পর্যন্ত তার কোনও হদিশ পাওয়া যায়নি।

Reviews
There are no reviews yet.