স্টোকসের কীর্তির দিনে গিল-রাহুলে উদ্ধার ভারত

প্রথম ইনিংসে ৩৫৮ রান, তবু ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ইনিংস শুরুর আগে ৩১১ রানে পিছিয়ে ভারত। ইনিংস হারের চোখরাঙানি নিয়ে ইনিংস শুরু করে আজ প্রথম ওভারেই কোনো রান তোলার আগেই ভারত হারিয়ে ফেলল ২ উইকেট। ক্রিস ওকস টানা দুই বলে তুলে নিলেন যশস্বী জয়সোয়াল ও সাই সুদর্শনকে।
চার দিনের মধ্যেই টেস্ট হারার শঙ্কায় থাকা ভারতকে এরপর উদ্ধার করলেন লোকেশ রাহুল ও শুবমান গিল। ১৭৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে অন্তত শেষ দিনে নেওয়ার কাজটা করেছেন দুজন। রাহুল ৮৭ রানে ও ভারত অধিনায়ক গিল ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ইংল্যান্ডকে আবার ব্যাট করাতে আরও ১৩৭ রান দরকার ভারতের।

এই ম্যাচটি জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিটা জয় করবে ইংল্যান্ড।