Home / জাতীয় / ১২ বছরের বন্ধুত্বে আমরা অনেক ঝগড়া, মারামারি করেছি

১২ বছরের বন্ধুত্বে আমরা অনেক ঝগড়া, মারামারি করেছি

Tousif Mahbub
তৌসিফ মাহবুব। ছবি: শিল্পীর সৌজন্যে

সূচীপত্র

অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির একসঙ্গে ক্যারিয়ারে প্রথম অভিনয় করেন ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকে। এটি পরিচালনা করেছিলেন আদনান আল রাজীব। তৌসিফ জানালেন, সেই এক যুগ আগে তাঁদের পরিচয় ও বন্ধুত্বের গল্পের শুরুটা। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো আগের মতোই। দীর্ঘ এই সময়ে সাফা কবিরই হয়ে ওঠেন তৌসিফের মিডিয়ার বন্ধুদের মধ্যে সেরা বন্ধু।

সাফা কবির ও তৌসিফ মাহবুব। ছবি: তৌসিফের ফেসবুক থেকে

তৌসিফ জানান, ১২ বছরের বন্ধুত্বে তাঁরা একসঙ্গে অনেকবার ঝগড়া করেছেন, মারামারি করেছেন। অনেক সময় অভিমানও করেছেন। ‘তারপরও আমাদের বন্ধুত্ব কখনোই একটুর জন্য কমে নাই। আমার মনে হয়, সাফার কমে নাই।’ বলেন তৌসিফ।

অভিনেত্রী সাফা কবিরকে বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে তৌসিফ প্রথম আলোকে বলেন, ‘আমার প্রথম অভিনীত কাজ ছিল “অলটাইম দৌড়ের ওপর”। সেই কাজ থেকেই আমি পেয়ে যাই মিডিয়ায় আমার সেরা বন্ধু। এ সময় বন্ধু সাফা কবিরকে অনেক কথাই বলেছি। এর মধ্যে একটি কথা অনেকেই বলেছে। আমি হয়তো গুরুত্ব দিয়ে বলিনি, বন্ধু দিবসে দায়িত্ব নিয়ে সাফাকে একটি কথা বলার রয়েছে। যা আমি তাকে কখনোই বলিনি।

জোভানের বিয়েতে বন্ধুরা। ছবি: জোভানের ফেসবুক থেকে ।

ক্যারিয়ারে সাফাকে কোন কথাটা কখনোই বলেননি—এমন প্রশ্ন শুনেই হাসলেন তৌসিফ মাহবুব। এই অভিনেতা সাফাকে উদ্দেশ করে বলেন, ‘তোকে (সাফা) একটা কথা কখনোই বলিনি, আমাদের বন্ধু, সহকর্মীরা সবাই বলেছে। আমার মনে হচ্ছে, ক্যারিয়ারের এক যুগ পর এবার সাফা কবির তোকে কথাটা বলা উচিত। এবার শুধু বন্ধুত্ব নয়, দায়িত্ব নিয়ে তোকে বলছি, সাফা তুই বিয়ে কর।’ কথাগুলো শেষ করেই হেসে গড়িয়ে পড়লেন এই অভিনেতা।

তৌসিফ মাহবুবসহ ক্যারিয়ারের শুরু থেকেই সাফা ছাড়াও সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান, টয়াসহ অনেকেই ভালো বন্ধু। তাঁরা সব সময় একে অন্যের পাশে থাকেন, ছুটে যান বিপদে। প্রায়ই তাঁরা আড্ডা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তগুলো ছড়িয়ে পড়ে।

বহু নাটকের জুটি সাফা কবির ও তৌসিফ মাহবুব। ছবি: ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সম্প্রতি ছাড়া খবর

Tousif Mahbub
জাতীয়
bloguser

১২ বছরের বন্ধুত্বে আমরা অনেক ঝগড়া, মারামারি করেছি

অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির একসঙ্গে ক্যারিয়ারে প্রথম অভিনয় করেন ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকে। এটি পরিচালনা করেছিলেন আদনান আল রাজীব। তৌসিফ জানালেন, সেই এক

বিস্তারিত পড়ুন...

বিজ্ঞাপন

আমাকে খুজুন

গরম খবর